বাসস
  ২১ আগস্ট ২০২৪, ১৭:১৩

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি 

নোয়াখালী, ২১ আগস্ট, ২০২৪ (বাসস): জেলায় আজ বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীর মুহুরী নদীর পানি ঢুকে পড়ায় নোয়াখালীর নয়টি উপজেলায় নতুন করে অনেক এলাকা প্লাবিত হয়েছে। 
এদিকে, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত  রেকর্ড করেছে জেলা আবহওয়া অফিস। এরই মধ্যে নয়টি উপজেলার ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গ্রামীণ সব সড়ক, ফসলি মাঠ এখনো পানিতে তলিয়ে আছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ।টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ নয়টি উপজেলার বেশির ভাগ এলাকা জলাবদ্ধ হয়ে গেছে। 
সরেজমিন দেখা গেছে,  জনদুর্ভোগ চরম আকার ধারণ করায়  স্থানীয় বাসিন্দারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন । জেলার ৭টি পৌরসভার বেশির ভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। সব ধরনের গ্রামীণ সড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী প্রবেশ করায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় দুর্গতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।