বাসস
  ২২ আগস্ট ২০২৪, ১০:৩০
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০:৪৬

লালমনিরহাটে পিস্তল-গুলি ও গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

লালমনিরহাট, ২২ আগস্ট, ২০২৪ (বাসস): জেলার হাতীবান্ধায় একটি পিস্তল ও চার রাউন্ড গুলি এবং দুই ব্যাগ গাঁজাসহ আপেল মিয়া(২২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকায় তার বাড়ি থেকে তাকে ওই পিস্তলসহ গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই ব্যাগ গাঁজাও উদ্ধার করেন পুলিশ।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ও উপ-পরিদর্শক সামছুল হকসহ পুলিশের একটি দল। এ সময় আজিজার রহমানের পুত্র আপেল মিয়ার বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুই ব্যাগ গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে পুলিশের ওই দলটি।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত আজ জানান, এ ঘটনায় আপেলের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বলা যাবে।