তিস্তার পানি একতরফা প্রত্যাহার বন্ধে প্রতিকার চেয়ে রংপুরে মানববন্ধন

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২১:৫৩
তিস্তার পানি একতরফা প্রত্যাহার বন্ধে প্রতিকার চেয়ে রংপুরে মানববন্ধন। ছবি: ফেসবুক

রংপুর, ১২ জানুয়ারি ২০২৫ (বাসস):  তিস্তার পানি ভারতের একতরফা প্রত্যাহার বন্ধে আন্তর্জাতিক আদালতে প্রতিকার চেয়ে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব। আজ রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ছাওমুম পাটোয়ারী সুপ্তের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক উমর ফারুক, খাইরুল ইসলাম পলাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্যসচিব রহমত আলী, শিক্ষার্থী শামসুর রহমান সুমন, শিহাব মন্ডল প্রমুখ। 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক বলেন, তিস্তা নদীর সাথে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও জীববৈচিত্র্য গভীরভাবে জড়িত রয়েছে। আন্তর্জাতিক নদী তিস্তার পানি ভারত একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ায় ভাটির দেশ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। শুষ্ক মৌসুমে এ অঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। বর্ষার অতিপ্লাবনে মানুষের সম্পদ ও জীবন ধ্বংস হচ্ছে।

আলোচনার মাধ্যমে ভারতের সাথে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় না হলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দেশের অধিকার নিশ্চিত করতে হবে-উল্লেখ করেন তিনি। 

রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আন্তঃসীমান্ত নদীর উজানে স্থাপনা তৈরি করতে হলে ভাটির দেশের সাথে আলোচনা করতে হয়। এটা আন্তর্জাতিক নিয়ম। ভারত এই আইন লঙ্ঘন করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে। এটি ইতিহাসের বর্বরতম অমানবিক ঘটনা। এটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুভাবাপন্ন আচরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টঙ্গীতে ছিনতাই রোধে মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট স্থাপন
পতিত ফ্যাসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ‘গুজব’ ছড়াচ্ছে : মির্জা ফখরুল
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
সিলেটে এক বছরে গ্রাম আদালতে সাড়ে ১২০০ মামলা নিষ্পত্তি
আদাবরে গ্রেফতার ১০২, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
ডিপিএম পদ্ধতিতে নাগরিক সেবা কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন 
ইনজুরির কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন কুনহা
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড
পাবনায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মা-মেয়ে নিহত
১০