বাসস
  ২৩ আগস্ট ২০২৪, ১৮:২০

পাবনার ঈশ্বরদীতে সাবেক এমপিসহ ৭১ জনের বিরুদ্ধে মামলা

ঈশ্বরদী (পাবনা), ২৩ আগস্ট ২০২৪ (বাসস) : জেলার ঈশ্বরদী উপজেলায় আজ পাবনা-৪ আসনের (ঈশ্বরদী- আটঘরিয়া)  সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ-সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের মোট ৭১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। 
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, শহরের পশ্চিমটেংরী এলাকার স্থানীয় যুবদলকর্মী নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৫ আগস্ট ২০২৪ তারিখে মামলাটি দায়ের করেন। 
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম জানান, গত ৪ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে অংশ নিতে পশ্চিম টেংরী কাচারীপাড়া জামে মসজিদ মোড়ে জমায়েত হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যার উদ্দেশ্যে তাদেরকে মারপিট ও গুলি করে গুরুতর জখমকরে। হামলাকারিরা ককটেল বিস্ফোরন ঘটায়। এ ঘটনায় শহরের পশ্চিমটেংরী এলাকার স্থানীয় যুবদলকর্মী নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৫ আগস্ট ২০২৪ তারিখে মামলাটি দায়ের করেন। 
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- ঈশ্বরদী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকলেছুর রহমান মিন্টু-সহ মোট ৭১ জন।