বাসস
  ২৬ আগস্ট ২০২৪, ১২:৪৭

নোয়াখালীতে মুছাপুর রেগুলেটর ডেবে গেছে: ক্লোজার কার্যকর আছে

নোয়াখালী, ২৬ আগস্ট, ২০২৪ (বাসস): আজ সকাল ১০টার দিকে জেলার কোম্পানিগজ্ঞের মুছাপুর রেগুলেটরের মধ্যবর্তী অংশ ডেবে গিয়ে অকার্যকর হয়ে গেছে। তবে এতে উজান থেকে আসা পানি নামতে কোনো অসুবিধা হবেনা।
এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সল।
তিনি বাসসকে জানান- মুছাপুর ক্লোজারের কিছু হয়নি এবং ক্লোজার সম্পুর্ণ কার্যকর রয়েছে। তবে রেগুলেটর ডেবে অকার্যকর হওয়ার কারণে সাগরে যদি উঁচু জোয়ার হয় তাহলে লোকালযে পানি প্রবেশের সম্ভবনা আছে।
মুন্সি আমীর ফয়সল জেলার বন্যা পরিস্থিতি বিষয়ে জানান- সদর উপজেলায় আজ সকালে বন্যার পানি তিন সেন্টিমিটার বেড়েছে। অন্যান্য উপজেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।