বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৪

প্রধান উপদেষ্টার পক্ষে ৭৬ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : প্রধান উপদেষ্টার পক্ষে ৭৬ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে আজ বুধবার মন্ত্রণালয়ে এ চেক গ্রহণ করেন তিনি।
এর মধ্যে আমান বাংলাদেশ ১০ লাখ টাকা, আকিজ টেক্সটাইল মিলস ১৭ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকা, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস ১০ লাখ টাকার চেক প্রদান করেছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ২৫ লাখ টাকা, রমনা প্রভাতী ৯ লাখ টাকা এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যন্স অব বাংলাদেশ (আইসিএমএবি) ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল ৫ লাখ টাকার চেক দিয়েছে।