বাসস
  ০২ নভেম্বর ২০২৪, ২২:০৫

ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে টাইগার গলফ ক্লাব

ঢাকা, ২ নভেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশে নিযুক্ত  ইন্দোনেশিয়ার  বিদায়ী রাষ্ট্রদূত ও ক্লাব সভাপতি হেরু এইচ সুবলোকে আজ বিদায় সংবর্ধনা জানিয়েছে টাইগার গলফ ক্লাব (টিজিসি)।

ক্লাব  সদস্যদের মধ্যে এক টুর্নামেন্ট শেষে  রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রদূতকে বিদায় সংবর্ধনা জানানো হয় বলে ক্লাবের পক্ষ থেকে  দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় ঐক্য) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন টিজিসি সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মঞ্জুর কাদের। 

হাফিজ তার বক্তব্যে গল্ফের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে টিজিসি’র ভূমিকার গুরুত্বারোপ  করে ক্লাবের নতুন ম্যাগাজিন ‘গল্ফ অ্যান্ড বিয়ন্ড’ এই অঞ্চলে গলফ এবং ক্রীড়া পর্যটন আরও বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে  ইউরোপিয়ান (ইইউ), যুক্তরাজ্য এবং আসিয়ান দেশগুলোর রাষ্ট্রদূতসহ বহু গণ্যমান্য ব্যক্তি এবং ক্লাবের বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।