নাটোরে ১৬ জেলার বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্প শুরু

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩১ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪৭

নাটোর, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নাটোরে আজ থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ১০২টি সরকারি কলেজের ৬২০জন ক্যাডেটের অংশগ্রহনে বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্প শুরু হয়েছে। 

আজ সকাল সাড়ে নয়টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে ১০দিন ব্যাপী ক্যাম্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসহাক। 

প্রধান অতিথির বক্তব্যে ইসহাক বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যমুক্ত অসীম সম্ভবনাময় নতুন বাংলাদেশ পুন:গঠনের বিশাল সুযোগ পেয়েছি।

প্রধান অতিথি আরো বলেন, এই ক্যাম্প শুধুমাত্র কোন রুটিন আনুষ্ঠানিকতা নয়, বরং একটি একটি সুযোগ, একটি নতুন সম্ভবনা। এই ক্যাম্পের মাধ্যমে ক্যাডেটরা শৃংখলা, নেতৃত্ব ও একতাবদ্ধতার শক্তিকে নুতন করে উপলদ্ধি করতে সক্ষম হবে। এই ক্যাম্প দেশপ্রেমে উজ্জীবিত হতে শেখাবে, চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা তৈরীতে ভূমিকা রাখবে। 

ব্যক্তিত্বের উন্নয়ন, নেতৃত্বের গুণাবলী অর্জন এবং সেবা ও পারস্পরিক বন্ধুত্বের মনোভাব গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে ১৯৭৯ সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠিত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
১০