শিরোনাম
দিনাজপুর, ৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ করে দিনাজপুরের বিরল থানায় ৭০ জনের বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে।
আজ বিকেলে বিরল থানার ওসি মো. আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত বলেন, দুপুরে জেলার বিরল উপজেলার নোনাগ্রামের তরিকুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম বাদী মামলাটি দায়ের করেছেন।
মামলায় বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়,বিরল উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম,আওয়ামী লীগ নেতা হাছেন আলী,মোতাহার আলী,ছাত্রলীগ নেতা আফজাল হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরো ৬০ জনসহ ৭০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সোহেল রানা জানান, মামলা দায়েরের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এজাহারকারীর সাথে কথা বলে তার নিকট থেকে আলামত জব্দ করেছেন এবং আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছেন ।
এজাহারে অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ গ্রহণ করার অভিযোগে গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় বিরল বাজারে আসামীরা তার উপর নির্মম হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, ওই দিন বিকেলে বিরল বাজারে আনোয়ার এর চায়ের দোকানের সামনে আসামি বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের হুকুমে অন্যান্য আসামিরা তাকে ঘটনাস্থলে আটক করে মারপিট শুরু করে। এসময় রমাকান্ত বলেন,নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরীর নির্দেশ ‘বিএনপি এবং জামাতের নেতা-কর্মীদের যেখানে পাওয়া যাবে সেখানেই মারপিট করে তাদের আন্দোলন করার সাধ মিটিয়ে দাও’।
আসামিরা তাকে ঘটনাস্থলে প্রকাশ্য মারধর করে, গুরুতর জখম করে তার নিকট থাকা ১৫ হাজার ৫'শ টাকাসহ মূল্যবান কাগজ পত্র ছিনতাই করে নিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সাইফুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তিনি চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন এবং ন্যায় বিচারের প্রত্যাশায় অদ্য নাশকতা ও ছিনতাইয়ের অভিযোগে মামলাটি দায়ের করেছেন।