কিশোরগঞ্জে কুয়াশা বাড়ছে, হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:২৪ আপডেট: : ০১ জানুয়ারি ২০২৫, ১১:২৮

কিশোরগঞ্জ, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  জেলায় ভোর থেকেই কুয়াশা বেশি পড়ছে। সড়কে দুর্ঘটনা এড়াতে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কিশোরগঞ্জে বুধবার সকাল সাড়ে ১০টায়ও দেখা মেলেনি সূর্যের। 

আবহাওয়া অফিস জানায়, আজ বুধবার জেলার নিকলীর তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আখতার ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বুধবার সকালে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ১০টা বেজে গেলেও সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে কুয়াশা বেশি পড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে শুক্রবার পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।

সরেজমিনে সড়কগুলোতে দেখা গেছে, সকাল সাড়ে ১০টা বাজলেও সূর্যের দেখা মেলেনি। কুয়াশা বেশি থাকায় সড়কে চলাচল যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। খুব বেশি দরকার ছাড়া বাইরে কাউকে ঘুরতে দেখা যায়নি। এ অবস্থায় বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। এ অবস্থা থাকলে নষ্ট হতে পারে বীজতলা, আলুসহ মাঠে থাকা বিভিন্ন সবজি।

সদর উপজেলার জেলখানা মোড়ে কথা হয় ট্রাকচালক মবিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ২০ গজ সামনে কী আছে তা দেখা যাচ্ছে না।হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এছাড়াও কুয়াশা পড়ে রাস্তা ভিজে গেছে। তাই ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে।

মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম রাজন বলেন, ‘কুয়াশায় সড়ক ঢেকে গেছে। সামনের কিছুই দেখা যাচ্ছে না। সে কারনেই কটিয়াদী থেকে পাকুন্দিয়ায় আসতে লাইট জ্বালিয়ে গাড়ি চালিয়ে এসেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের কড়া সমালোচনা করলেন বাইডেন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক চলছে
মানিকগঞ্জে শিল্পীর বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন: প্রেস উইং
ফিলিপাইনে ৫.৬ মাত্রার ভূমিকম্প
গৃহকর্মী লিজা হত্যা: সাবেক এমপি নবী নেওয়াজ রিমান্ডে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের : মার্কিন গণমাধ্যম
স্বাস্থ্য সুরক্ষায় দরকার আয়োডিন যুক্ত লবনের ব্যবহার
যুক্তরাষ্ট্রে বাড়ছে অটিজম শনাক্তের হার: উন্নত শনাক্তকরণ পদ্ধতিকে কারণ হিসেবে দেখছে গবেষণা
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক 
দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
১০