কিশোরগঞ্জে কুয়াশা বাড়ছে, হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:২৪ আপডেট: : ০১ জানুয়ারি ২০২৫, ১১:২৮

কিশোরগঞ্জ, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  জেলায় ভোর থেকেই কুয়াশা বেশি পড়ছে। সড়কে দুর্ঘটনা এড়াতে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কিশোরগঞ্জে বুধবার সকাল সাড়ে ১০টায়ও দেখা মেলেনি সূর্যের। 

আবহাওয়া অফিস জানায়, আজ বুধবার জেলার নিকলীর তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আখতার ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বুধবার সকালে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ১০টা বেজে গেলেও সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে কুয়াশা বেশি পড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে শুক্রবার পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।

সরেজমিনে সড়কগুলোতে দেখা গেছে, সকাল সাড়ে ১০টা বাজলেও সূর্যের দেখা মেলেনি। কুয়াশা বেশি থাকায় সড়কে চলাচল যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। খুব বেশি দরকার ছাড়া বাইরে কাউকে ঘুরতে দেখা যায়নি। এ অবস্থায় বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। এ অবস্থা থাকলে নষ্ট হতে পারে বীজতলা, আলুসহ মাঠে থাকা বিভিন্ন সবজি।

সদর উপজেলার জেলখানা মোড়ে কথা হয় ট্রাকচালক মবিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ২০ গজ সামনে কী আছে তা দেখা যাচ্ছে না।হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এছাড়াও কুয়াশা পড়ে রাস্তা ভিজে গেছে। তাই ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে।

মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম রাজন বলেন, ‘কুয়াশায় সড়ক ঢেকে গেছে। সামনের কিছুই দেখা যাচ্ছে না। সে কারনেই কটিয়াদী থেকে পাকুন্দিয়ায় আসতে লাইট জ্বালিয়ে গাড়ি চালিয়ে এসেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমির শফিকুর রহমানের শাশুড়ি ইন্তেকাল করেছেন
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
১০