শিরোনাম
নারায়ণগঞ্জ, ৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলার ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে একটি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যেখানে প্রতি বছর প্রায় কোটি টাকার গ্যাস ব্যবহার হয়। সংযোগ বিচ্ছিন্ন সহ কারখানার ভাট্টি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
আজ শুক্রবার বাসস'কে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস ফতুল্লা শাখার ব্যবস্থাপক মশিউর রহমান।
তিনি বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার ফতুল্লার কুতুবপুরের তালতলায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি অবৈধ চুন কারখানার ভাট্টি ভেঙ্গে দেয়া হয়েছে। পুলিশ প্রশাসনের সহায়তায় এটি ভেঙ্গে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধভাবে কারখানাটি প্রতিমাসে প্রায় ৭ লাখ টাকার গ্যাস খরচ করতো । বছরে প্রায় কোটি টাকার কাছাকাছি গ্যাস ব্যবহার করতো তারা। এছাড়া একটি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান চলাকালে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে জরিমানা করা যায়নি।
অভিযানে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোস্তাক মাসুদ ইমরান, প্রকৌশলী সৈয়দ মো. আবু সুফিয়ান, প্রকৌশলী তাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।