বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:৫১

বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত: ডা. জাহিদ

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভারত বিভ্রান্তিকর বক্তব্য ও উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভক্ত করার চক্রান্ত করছে। তিনি বলেন, ‘ভারত আমাদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং অশান্তি সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছে’। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব টাইমস আয়োজিত এক প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভারতীয় আগ্রাসন ও হিন্দু উগ্রবাদীদের হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ভারত ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ডা. জাহিদ। তিনি বলেন, ভারতীয় চরমপন্থীরা বাংলাদেশ মিশনে হামলা চালিয়ে জাতীয় পতাকান অবমাননা করেছে, যা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। ভারতীয় প্রধানমন্ত্রীর বিতর্কিত ভূমিকার সমালোচনা করে বিএনপি নেতা আরও বলেন, তার নিজের দেশে (ভারতে) সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে অথচ ভারতের প্রধানমন্ত্রী নীরব রয়েছেন। জনগণ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, ‘খুন, লুটপাট আর নির্যাতনের কারণে বিচারের মুখোমুখি হবে ভেবেই আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’।

ভয়েস অব টাইমসের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন  ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মহসীন হোসেন, ডিইউজে সহ-সভাপতি রাশিদুল হক, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মমিন হোসেন প্রমুখ।