বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬

৩১ দফার প্রচারণায় বাসস সাংবাদিকদের সাথে বিএনপি প্রতিনিধি দলের মতবিনিময়

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা সম্বলিত ৩১ দফা সারাদেশে প্রচারের অংশ হিসেবে এক প্রতিনিধিদল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল আজ বিকেলে পল্টনে জাতীয় বার্তা সংস্থার কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদসহ সাংবাদিকদের সাথে এই মতবিনিময় করেন। 

বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের লক্ষে বিএনপির ৩১ দফা দেশবাসীকে জানানোর উদ্যোগ নেওয়ায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ও মালিকানা ফিরিয়ে দিতে বিএনপির ৩১ দফা একটি যুগপোযোগী রূপরেখা। আমরা জানি এই রূপরেখা ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের অনেক আগেই দেওয়া হয়েছিল।’ 

তিনি এই রূপরেখায় জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ও আহতদের গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি ও মর্যাদা অর্ন্তভুক্ত করার পরামর্শ দেন। 

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আকরামুল হাসান বলেন, ‘২০২৩ সালের ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা সবার মাঝে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মৌলিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। তাই ৩১ দফার আলোকে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকাঠামো মেরামত ও পুর্নগঠনের কোন বিকল্প নেই।’

তিনি আরও বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে ৩১ দফার গুরুত্ব জাতির সামনে তুলে ধরে জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভালোবাসা ও মন জয় করে বিজয় নিশ্চিত করার জন্য তারেক রহমান সর্বস্তরের বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাই আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়ার অংশ হিসেবে আজ বাসস-এ এসেছি।

মতবিনিময় শেষে বিএনপির প্রতিনিধি দল বাসস সাংবাদিকদের মাঝে ৩১ দফা সম্বলিত পুস্তিকা ও লিফলেট বিতরণ করে। 

প্রতিনিধি দলে ছিলেন আশরাফুর রহমান বাবু, মনিরুজ্জামান রেজিন, শোয়াইব খন্দকার, কামাল খান, সাজ্জাদ হোসেন উজ্জল ও বায়েজিদ আয়েফিন।