শিরোনাম
লক্ষ্মীপুর, ১২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলায় গত ৪ আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা মামলায় যুবলীগের দুই নেতাকে আজ গ্রেফতার করছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলা যুবলীগের সদস্য ও চররুহিতা এলাকার সিরাজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম সুমন(৪০) ও কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৫নং ওয়ার্ড ইউপির সাবেক সদস্য মোসলেহ উদ্দিন(৪৩)।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে হামলা-মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগষ্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনই যুবলীগের নেতা। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গত ৪ আগষ্ট বেলা ১১টার দিকে শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।