শিরোনাম
ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আরও একবার স্থান পেয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ২০২৪ সালের ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে।
গত ৯ ডিসেম্বর সোমবার টাইম সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।
এরপর গতকাল ১২ ডিসেম্বর ভোরে ম্যাগাজিনটি ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করে।
ট্রাম্পকে (৭৮) এবার দ্বিতীয় বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়।
এর আগে ২০১৬ সালে তাকে প্রথমবারের মতো এই খেতাবে ভূষিত করা হয়।
এদিকে ‘ডেইলি মেইল জানিয়েছে’ ওয়াল স্ট্রিটে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ঘণ্টা বাজানোর মাধ্যমে ট্রাম্প এই উৎসব উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সুবাদে ২০২৪ সালে বছর জুড়েই আলোচনার কেন্দ্রে ছিলেন ব্যবসায়ী থেকে রাজনীতিক ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণাকালে দুই দফা হামলার শিকার হয়েছিলেন তিনি।
বছরের শেষ দিকে অর্থাৎ গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।