বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

হবিগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

হবিগঞ্জ, ১৭ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলার সদর  উপজেলার পইল ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সদর উপজেলার পইলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র সহ সভাপতি মো. আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুবদল নেতা নজরুল ইসলাম কাওসার প্রমুখ।

পরে প্রধান অতিথি  একশতাধিক শিক্ষার্থীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।