শিরোনাম
চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)।
আজ মঙ্গলবার সকালে কেরানীহাটের আল-ঈসা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানার জালিয়াপাড়া এলাকার মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং মৃত আমির আলীর ছেলে মো. আমিনকে আটক করে র্যাব।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে কক্সবাজার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা বলে তিনি জানান। আসামিদের সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।