শিরোনাম
বরিশাল, ১৯ ডিসেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ শুভ বড়দিন (যীশু খ্রিস্টের জন্মদিন) উদযাপন উপলক্ষে মহানগর চার্চ/গীর্জা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভয় প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) খন্দকার মো. শামীম হোসেন।
এসময় যীশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রধান অতিথির কাছে বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার (সদর/ সিএসবি/ ডিবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত), বরিশাল মহানগর চার্চ/ গীর্জা কমিটির নেতৃবৃন্দের মধ্যে রেভারেন্ড ডোনাল্ড বালা, বিপু রঞ্জন বালা, সুদিন বৈদ্য, বীরেন অধিকারী, এডওয়ার্ড রবীন বল্লভ, জেমস প্রেমানন্দ বিশ্বাস উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শুভ বড়দিন উদযাপন নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্ততামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার চার্চে দর্শনার্থীদের সুবিধার্থে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ এবং পর্যাপ্ত সংখ্যক সিসি টিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভায় কোন গুজবে কান না দিয়ে, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে বলা হয়েছে।
এসময় উৎসব চলাকালীন বরিশালের নগরবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।