বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:০২

নাটোর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

নাটোর, ২৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : নাটোর পৌরসভা এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় সপ্তাহ ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় পৌরসভার বড়হরিশপুর বাস টার্মিনালে এ কর্মসূচির উদ্বোধন করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন।

কর্মসূচি উদ্বোধন করে পৌর প্রশাসক বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌর এলাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই। 

এ অভিযানে নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে মশক নিধন, ড্রেন পরিষ্কার, ঘাস-ঝোপ-জঙ্গল অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে ‘পুষ্পিত নাটোর’ গড়ে তোলার লক্ষ্যে পৌরসভা এলাকায় ফুলের গাছ রোপণ করা হচ্ছে।