বন্দী বিনিময় চুক্তির আওতায় পটুয়াখালী কারাগার থেকে ৩১ ভারতীয় জেলে মুক্ত

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৯:১৫
প্রতীকী ছবি

পটুয়াখালী, ২ জানুয়ারী, ২০২৫ (বাসস): বাংলাদেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় পটুয়াখালীতে নৌবাহিনীর হাতে আটক হওয়া ৩১ ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে এসব ভারতীয় জেলেদের হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ৩১ ভারতীয় জেলের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘দু’দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এসএস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে ভারতীয় জেলেদের মুক্তি দেয়া হয়েছে। বর্তমানে তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। কোস্টগার্ড সেখান থেকে তাদেরকে ট্রলারসহ ভারত-বাংলাদেশের সমুদ্র সীমানায় নিয়ে ভারতের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করবেন।’

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ জানান, ‘গত ১৫ অক্টোবর আটক হওয়া ভারতীয় জেলেদেরকে দু’দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এ সময় কোস্টগার্ডের দক্ষিণ জোনের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

তিনি আরো জানান, ‘মোংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগার থেকে আরো ৬৪ ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হচ্ছে। তাদের মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ সীমান্তে হস্তান্তর করা হবে। একই সময় ভারতের কারাগারে দীর্ঘদিন বন্দী বাংলাদেশের ৯০ জন জেলেকেও এই বন্দী বিনিময়ের আওতায় ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। 

এর আগে গত ১৫ অক্টোবর পটুয়াখালী এলাকায় বাংলাদেশের পানি সীমা থেকে ৩১ ভারতীয় জেলেসহ জয় জগন্নাথ ও মা বাসন্তী নামে দু’টি ভারতীয় ট্রলার আটক করে নৌবাহিনীর সদস্যরা। পরে ১৬ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার দেখিয়ে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০