চট্টগ্রামে শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২২:১৩
চট্টগ্রামের ডিসি পার্কে সংবাদ সম্মেলনে ফুল উৎসবের বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক ফরিদা খানম

চট্টগ্রাম, ২ জানুয়ারি ২০২৫ (বাসস) : বন্দরনগরী চট্টগ্রামে সবুজ ও জলাশয়বেষ্টিত ফৌজদারহাট ডিসি পার্কে আগামী শনিবার (৪ জানুয়ারি) থেকে  শুরু হচ্ছে মাসব্যাপী বর্ণিল ফুল উৎসব। তৃতীয় বারের মতো বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসব চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এটি হবে আনন্দ, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অপূর্ব সমাবেশ।

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের ফৌজদারহাট সংলগ্ন ডিসি পার্কে সংবাদ ব্রিফিং-এ ফুল উৎসবের বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক ফরিদা খানম।

তিনি বলেন, এবার চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজন করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ফুল উৎসব। ১৯৬ একর জায়গা জুড়ে নানা নান্দনিকতায় ফুলে ফুলে ডিসি পার্ক সাজিয়ে তোলা হয়েছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ-গাঁদাসহ দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির ফুল থাকবে প্রদর্শনীতে।

তিনি আরও বরেন, এবারের ফুল উৎসব বিগত সময়ের চেয়ে বড় পরিসরে হচ্ছে। এবারই প্রথম উৎসবে যুক্ত হয়েছে ভাসমান ফ্লাওয়ার গার্ডেন। উৎসব ঘিরে বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব, লোকজ সংস্কৃতির মেলা বসবে। প্রতিদিন মঞ্চে থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, দর্শকপ্রিয় করতে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে বাগান সাজানো হয়েছে। ফুল উৎসবের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি, ভায়োলিন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান উৎসব। ফুল উৎসব শুরুর  আগেই  হাজারো দর্শক আসছেন  প্রতিদিন।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের বৃহত্তর এই আয়োজনে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ-গাঁদাসহ ১৩৬ প্রজাতির ফুলের সমারোহে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন দেশীয় সাংস্কৃতির নানা আয়োজন। ইতিমধ্যেই দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে ডিসি পার্ক সেজে উঠেছে। এবার প্রথম ডিসি পার্কে যুক্ত হয়েছে ভাসমান সুবিশাল ফুল বাগান। চেনা দেশি ফুলের পাশে আছে বিদেশি ফুলের বাহারও। ফৌজদারহাটে সাগর পাড়ে গড়ে তোলা ডিসি পার্কে বসেছে ফুলের মেলা, রঙের আসর। পুরো পার্ক সেজেছে নানা রঙের ফুলে।  

তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকিটের মূল্য হবে জনপ্রতি ৫০ টাকা। উৎসব ঘিরে বসবে বাংলার ঐতিহ্যবাহী পিঠা, হস্তশিল্প এবং স্থানীয় খাবার সমৃদ্ধ গ্রামীণ মেলা। সেই সঙ্গে চলবে নাচ, গান, ও সাংস্কৃতিক পরিবেশনা।

আগামী শনিবার সকাল ১১টায় শুরু হওয়া মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেফতার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
ডিআর কঙ্গো ও এম২৩ চুক্তি : শান্তির দিকে এক ভঙ্গুর পদক্ষেপ
সুদানে প্রতিদ্বন্দ্বী সরকার গঠনে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট কাউন্সিল ঘোষণা করেছে আরএসএফ
কেন্দ্রীয় কমিটি ছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সকল কমিটি স্থগিত
শান্তি আলোচনার জন্য মালয়েশিয়ায় বৈঠক করবেন থাই ও কাম্বোডিয়ান নেতারা: ব্যাংকক
গাজার ‘মানবিক বিরতি’কে অনাহারক্লিষ্টদের সহায়তায় ব্যবহার করবে জাতিসংঘ
গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
ব্র্যাডম্যান-গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন গিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি
১০