ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ি প্রতিযোগিতায় উৎসবের আমেজ

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫

ঝিনাইদহ, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : উৎসবের আমেজে গতকাল ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গরুর গাড়ির  প্রতিযোগিতা ।

বৃহস্পতিবার সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এ প্রতিযোগিতায় ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও যশোর জেলার মোট ১৬টি গরুর গাড়ি অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে জেলার মহেশপুর উপজেলা থেকে আগত কুরবান আলীর গরুর গাড়ি বিজয়ী হয়। এতে প্রথম রানার্সআপ নড়াইল জেলার নুরু মিয়া ও যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে যশোরের বাঘারপাড়ার ওয়ালিদ মিয়া ও শহিদুল ইসলামের গরুর গাড়ি।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় মাঠেই বসে গ্রামীণ মেলা। মেলায় বাহারি খাবার, পিঠাপুলির দোকান, নাগরদোলা, মিষ্টি পান, মুড়ি-মুড়কি, ছাঁচের মিষ্টি, খেলনার পসরা সাঁজিয়ে বসে দোকানীরা। শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।

প্রতিযোগিতা শেষে বিকোল সাড়ে ৫ টায় পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, প্রেসক্লাবের সহসভাপতি আসিফ ইকবাল মাখন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইজ্জত আলী মাস্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
১ দফা দাবিতে উত্তাল ছিল চাঁপাইনবাবগঞ্জের রাজপথ
ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট
রাশিয়ায় বাসের সাথে ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ১১
তাইওয়ানে প্রবল বর্ষণে ৪ জনের মৃত্যু
কাল খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
ছাত্রলীগকে পরাজিত করে ছাত্রজনতার জয়
ব্রাজিলে ট্রাম্পের প্রশংসায় বলসোনারো সমর্থকদের সমাবেশ
ফেনীতে জুলাই জাগরণ আলোচনা সভা
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ভারতীয় ১৪ জেলে আটক
১০