ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ি প্রতিযোগিতায় উৎসবের আমেজ

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫

ঝিনাইদহ, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : উৎসবের আমেজে গতকাল ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গরুর গাড়ির  প্রতিযোগিতা ।

বৃহস্পতিবার সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এ প্রতিযোগিতায় ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও যশোর জেলার মোট ১৬টি গরুর গাড়ি অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে জেলার মহেশপুর উপজেলা থেকে আগত কুরবান আলীর গরুর গাড়ি বিজয়ী হয়। এতে প্রথম রানার্সআপ নড়াইল জেলার নুরু মিয়া ও যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে যশোরের বাঘারপাড়ার ওয়ালিদ মিয়া ও শহিদুল ইসলামের গরুর গাড়ি।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় মাঠেই বসে গ্রামীণ মেলা। মেলায় বাহারি খাবার, পিঠাপুলির দোকান, নাগরদোলা, মিষ্টি পান, মুড়ি-মুড়কি, ছাঁচের মিষ্টি, খেলনার পসরা সাঁজিয়ে বসে দোকানীরা। শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।

প্রতিযোগিতা শেষে বিকোল সাড়ে ৫ টায় পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, প্রেসক্লাবের সহসভাপতি আসিফ ইকবাল মাখন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইজ্জত আলী মাস্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০