ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ি প্রতিযোগিতায় উৎসবের আমেজ

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫

ঝিনাইদহ, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : উৎসবের আমেজে গতকাল ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গরুর গাড়ির  প্রতিযোগিতা ।

বৃহস্পতিবার সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এ প্রতিযোগিতায় ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও যশোর জেলার মোট ১৬টি গরুর গাড়ি অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে জেলার মহেশপুর উপজেলা থেকে আগত কুরবান আলীর গরুর গাড়ি বিজয়ী হয়। এতে প্রথম রানার্সআপ নড়াইল জেলার নুরু মিয়া ও যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে যশোরের বাঘারপাড়ার ওয়ালিদ মিয়া ও শহিদুল ইসলামের গরুর গাড়ি।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় মাঠেই বসে গ্রামীণ মেলা। মেলায় বাহারি খাবার, পিঠাপুলির দোকান, নাগরদোলা, মিষ্টি পান, মুড়ি-মুড়কি, ছাঁচের মিষ্টি, খেলনার পসরা সাঁজিয়ে বসে দোকানীরা। শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।

প্রতিযোগিতা শেষে বিকোল সাড়ে ৫ টায় পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, প্রেসক্লাবের সহসভাপতি আসিফ ইকবাল মাখন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইজ্জত আলী মাস্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত
নওগাঁর সাপাহারে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফেনীতে টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রার ৭৪ শতাংশ রেজিস্ট্রেশন সম্পন্ন 
শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস
নাটোরে টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা
১০ম গ্রেড পাবেন ৬৫,৫০২ জন প্রধান শিক্ষক 
বরিশালে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা 
রংপুরের ৫৫০ কিলোমিটার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
১০