আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২১:২৪
জেলে ও নৌ-কর্মীদের পারস্পরিক হস্তান্তর করে বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌ-কর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে ও নৌ-কর্মীদের পারস্পরিক হস্তান্তর কার্যক্রম শেষ  হয়েছে।

আজ পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌ-কর্মীকে গ্রহণ করে এবং এ সময় ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। একই সাথে দুই দেশের আটক ব্যক্তিদের নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অপরদিকে, ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে, বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌ-কর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছে এবং আগামীকাল চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। ফিরিয়ে আনা  জেলে ও নৌ-কর্মীদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল ইনন্সিটিউট অব বায়োটেকনোলজি এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত 
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি শহীদ রাকিবুলের বাবা-মায়ের
হাসিনা-কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে : জোনায়েদ সাকি
মৃত্যুদণ্ড শেখ হাসিনার উপযুক্ত বিচার : আখতার হোসেন
বরিশালকে হারিয়ে প্রথম জয় রংপুরের
মাছ রপ্তানিতে ভর্তুকি: গ্রস ওয়েটের বিষয়টি স্পষ্ট করল কেন্দ্রীয় ব্যাংক
আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় হাকিমি, ওশিমেন, সালাহ
লালদিয়ায় ডেনমার্কের বিনিয়োগ বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা : প্রধান উপদেষ্টা
মাদ্রিদ সফরে স্পেনের প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দেখা করবেন জেলেনস্কি
১০