বেরোবি শহীদ মুখতার ইলাহী হলে প্রথমবারের মতো লটারির ভিত্তিতে কক্ষ বরাদ্দ

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৩৫
ছবি : বাসস

রংপুর, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর শহীদ মুখতার ইলাহী হলে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন আবাসিক শিক্ষার্থীকে প্রথমবারের মতো লটারির ভিত্তিতে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার ছাত্রদের আবাসিক সমস্যা নিরসনে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে। আগামীতেও উক্ত হলে ছাত্রদের আবাসন সুবিধার প্রক্রিয়া এভাবেই চলমান থাকবে। 

শহীদ মুখতার ইলাহী হলে ছাত্রদের আবাসিকতা প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেজাল্ট, বাসস্থান থেকে ক্যাম্পাসের দূরত্ব, অর্থনৈতিক অবস্থা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ উপলক্ষে শহীদ মুখতার ইলাহী আবাসিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে কক্ষ বরাদ্দ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

এসময় উপাচার্য বলেন, আবাসিক হলের শিক্ষার্থীদের পড়ালেখার সুন্দর পরিবেশ তৈরির জন্য বর্তমান প্রশাসন কাজ করছে। আবাসিক শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের মধ্যেই সেলুন, লন্ড্রিসহ বিভিন্ন সেবা খুব শিগগিরই চালু হয়ে যাবে। 

তিনি আরও বলেন, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের সৃষ্টিশীল মানসিকতা ধরে রাখতে হবে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রাকারিকুলার এক্টিভিটিসে সক্রিয় থাকা প্রয়োজন রয়েছে।

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী প্রভোস্ট ত্বহা হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভাস্টবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০