গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধী ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪২

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): ইসরাইলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় যুদ্ধ বিরতি চুক্তি হলে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। গতকাল বৃহস্পতিবার তিনি এই হুঁশিয়ারি দেন। গাজায় যুদ্ধবিরতির তিনি ঘোর বিরোধী।

‘জেরুজালেম পোস্ট’ আজ এই খবর জানিয়েছে।

বেন-গাভির একটি টেলিভিশনে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ‘যে চুক্তিটি হতে যাচ্ছে তা অত্যন্ত একটি ‘বেপরোয়া’ চুক্তি। এই চুক্তি হলে কয়েকশ’ ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে যুদ্ধের অর্জনগুলো মুছে যাবে এবং হামাস অপরাজিত থেকে যাবে।’

তিনি আরো বলেছেন, ‘যদি এই দায়িত্বজ্ঞানহীন চুক্তিটি মন্ত্রিসভায় অনুমোদিত এবং বাস্তবায়িত হয়, তাহলে আমরা ইহুদি শক্তির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেব।’ 

এর আগে বেন-গাভির চলতি সপ্তাহে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে যুদ্ধবিরতি চুক্তি রোধ করার শেষ প্রচেষ্টার সাথে তাকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরাইলের ১২০ আসনের নেসেটে বেন-গাভিরের দলের আসন সংখ্যা মাত্র ছয়টি। তারা সবাই পদত্যাগ করলেও নেতানিয়াহুর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে।

এর আগে দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ও ইসরাইল। আগামী ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০