গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধী ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪২

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): ইসরাইলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় যুদ্ধ বিরতি চুক্তি হলে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। গতকাল বৃহস্পতিবার তিনি এই হুঁশিয়ারি দেন। গাজায় যুদ্ধবিরতির তিনি ঘোর বিরোধী।

‘জেরুজালেম পোস্ট’ আজ এই খবর জানিয়েছে।

বেন-গাভির একটি টেলিভিশনে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ‘যে চুক্তিটি হতে যাচ্ছে তা অত্যন্ত একটি ‘বেপরোয়া’ চুক্তি। এই চুক্তি হলে কয়েকশ’ ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে যুদ্ধের অর্জনগুলো মুছে যাবে এবং হামাস অপরাজিত থেকে যাবে।’

তিনি আরো বলেছেন, ‘যদি এই দায়িত্বজ্ঞানহীন চুক্তিটি মন্ত্রিসভায় অনুমোদিত এবং বাস্তবায়িত হয়, তাহলে আমরা ইহুদি শক্তির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেব।’ 

এর আগে বেন-গাভির চলতি সপ্তাহে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে যুদ্ধবিরতি চুক্তি রোধ করার শেষ প্রচেষ্টার সাথে তাকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরাইলের ১২০ আসনের নেসেটে বেন-গাভিরের দলের আসন সংখ্যা মাত্র ছয়টি। তারা সবাই পদত্যাগ করলেও নেতানিয়াহুর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে।

এর আগে দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ও ইসরাইল। আগামী ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
১০