
ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ (বাসস) : ১০ উইকেট হাতে নিয়ে ২৫২ রানে এগিয়ে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে অলআউট হয় সফরকারী আয়ারল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ২১১ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে আইরিশরা।
কিন্তু আয়ারল্যান্ডকে ফলো-অন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে বিনা উইকেটে ৪১ রান তুলে তৃতীয় দিনের চা-বিরতিতে যায় টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৯৮ রান করেছিল আয়ারল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ৩৭৮ রানে পিছিয়ে ছিল আইরিশরা। ফলো-অন এড়াতে আরও ১৭৮ রান দরকার ছিল তাদের।
তৃতীয় দিন বাকী লরকান টাকারের হাফ-সেঞ্চুরিতে বাকী ৫ উইকেটে আরও ১৬৭ রান যোগ করে আয়ারল্যান্ড। ফলে ৮৮ দশমিক ৩ ওভারে ২৬৫ রানে অলআউট হয় তারা।
১১ রান নিয়ে খেলতে নেমে ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার। তার সাথে স্টিফেন ডোহানি ৪৬ ও জর্ডান নিল ৪৯ রান করেন।
বাংলাদেশের তাইজুল ৭৬ রানে ৪ উইকেট নেন। এতে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিব আল হাসানকে স্পর্শ করেন তাইজুল। সাকিব ৭১ এবং তাইজুল ৫৭ টেস্টে ২৪৬টি করে উইকেট শিকার করেছেন।
এছাড়া হাসান মুরাদ ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন।