আগামী জুলাই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ২০:২৬
আজ ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ফরিদপুর, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস): ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেছেন, আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, বলেন তারা।

আজ বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে বাংলাদেশ নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির এ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসাইন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইয়াছিন মোল্যা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান দুলাল প্রমুখ।

এ সময় বক্তারা সবাইকে অত্যন্ত গুরুত্ব সহকারে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন। বক্তারা বলেন, প্রত্যেকে যেন প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেন সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। 

আর এবারের হালনাগাদ কার্যক্রম যাতে ত্রুটিমুক্ত হয় এবং এসব তথ্য দিয়েই স্মার্টকার্ড বিতরণ করা হবে। 

এছাড়া এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ০১-০১-২০০৮ তারিখ বা এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তাদের অন্তর্ভুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে
আড়াইহাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে ৪ জন নিহত 
ঝুঁকিপূর্ণ যাতায়াত ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ চান হাতিয়াবাসী
ইউরোপের তাপপ্রবাহ তীব্রতর, দাবানলে ৩ জনের মৃত্যু
চোখের চিকিৎসা নিতে ব্যাংককের পথে মির্জা ফখরুল
জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার লঞ্চঘাটের গ্যাংওয়ে
গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
মেক্সিকোর ২৬ পলাতক আসামিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর  
আইসিসির ২০১৯ সালের প্রেস রিলিজ থেকে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
সামান্তা শারমিনের বাসা থেকে টাকা উদ্ধারের ভিডিওটি ভুয়া: বাংলাফ্যাক্ট
১০