সিরিজে লিড নিল নিউজিল্যান্ড

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৩৪

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। 

সিরিজের প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ম্যাচ ৩ রানে জিতে সিরিজে সমতায় আনে নিউজিল্যান্ড। 

নেলসনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ বলে ৪৭ রানের শুরু পায় নিউজিল্যান্ড। ওপেনার টিম রবিনসন ২৩ রানে ফেরার পর তিন নম্বরে নামা রাচিন রবীন্দ্রকে নিয়ে ২৮ বলে ৫০ রানের জুটি গড়েন কনওয়ে।

রাচিন ১৫ বলে ২৬ রানে আউট হলেও টি-টোয়েন্টিতে ১২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কনওয়ে। রান আউটের ফাঁদে পড়ে ৬ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৫৬ রানে থামেন তিনি।

১৩ ওভারে দলীয় ১১৪ রানে কনওয়ে ফেরার পর নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দেন ড্যারিল মিচেল। 

তার ২ চার ও ৩ ছক্কায় সাজানো ২৪ বলের ৪১ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান পায় নিউজিল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড ও জেসন হোল্ডার ২টি করে উইকেট নেন। 

জবাবে আবারও ব্যাটারদের ব্যর্থতায় ৮৮ রানে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। উপরের সারির ব্যাটারদের মধ্যে অ্যালিক আথানাজে ২৩ বলে ৩১ ও আকিম অগাস্তে ১৬ বলে ২৪ রান করেন। এছাড়া আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি। 

১৩তম ওভারে আট ব্যাটারের বিদায়ে হার সময়ে ব্যাপার হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু নবম উইকেটে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের গড়া ৩৯ বলে রেকর্ড ৭৮ রানের জুটিতে জয়ের সম্ভাবনা জাগে ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টিতে নবম ও দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। 

শেফার্ড ও স্প্রিঙ্গারের রেকর্ড জুটিতে শেষ ৭ বলে ১২ রান প্রয়োজন পড়ে ওয়েস্ট ইন্ডিজের। ১৯তম ওভারের শেষ বলে স্প্রিঙ্গারকে শিকার করে জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফি।  

১ উইকেট হাতে নিয়ে শেষ ৬ বলে ১২ রানের সমীকরণ দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা শেষ ওভারের প্রথম চার বল মাত্র ২ রান তুলে ক্যারিবীয়রা। পঞ্চম ডেলিভারিতে শেফার্ড আউট হলে জয়ের আনন্দে মেতে উঠে নিউজিল্যান্ড। ১৬৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

৪ চার ও ৩ ছক্কায় শেফার্ড ৩৪ বলে ৪৯ এবং ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন ২০ বল খেলা স্প্রিঙ্গার। 

৩টি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ে অবদান রাখেন ডাফি ও সোধি। ম্যাচ সেরা হন সোধি। 

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইম ও শহিদুলের হাফ-সেঞ্চুরিতে ময়মনসিংহর সংগ্রহ ৩৩৬ রান
বিকেলের সেশনে আলো ছড়িয়েছেন হিমু ও শিমু
অসদাচরণের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন বিসিবির
জীবনধারার পরিবর্তনের মাধ্যমে প্রায় ৮০ শতাংশ স্ট্রোক প্রতিরোধযোগ্য
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে শোভাযাত্রা
সিলেটে দেড়শ বছরের ঐতিহাসিক ঘড়িঘরের সামনে টেস্ট ট্রফি উন্মোচন
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রকাশিত হলো ‘আদর্শ নেতা’ মিউজিক ভিডিও
মেহেরপুরে বিলের পানিতে ডুবে চার বোনের মৃত্যু
ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, সেনাবাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার
১০