নাইম ও শহিদুলের হাফ-সেঞ্চুরিতে ময়মনসিংহর সংগ্রহ ৩৩৬ রান

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৯:৩১

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ওপেনার নাইম শেখ ও টেল-এন্ডার শহিদুল ইসলামের হাফ-সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৩৬ রান করেছে ময়মনসিংহ। জবাবে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭ রান করেছে ঢাকা। ১০ উইকেট হাতে নিয়ে এখনও ৩১৯ রাানে পিছিয়ে ঢাকা। 

কক্সবাজার একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২ উইকেটে ১০০ রান করেছিল ময়মনসিংহ। নাইম ৫৫ ও আমিনুল ইসলাম ৮ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন কোন রান যোগ না করেই সাজঘরে ফিরেন আমিনুল। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নাভার্স নাইন্টিতে আউট হন নাইম। ১১টি চারে ১৫৬ বলে ৯০ রান করেন তিনি। 

মিডল অর্ডারে উইকেটে সেট হয়ে আব্দুল মাজিদ ৩৪ ও অধিনায়ক শুভাগত হোম ৩৭ রানে আউট হন। ২৩৭ রানে অষ্টম উইকেট পতনে আড়াইশর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ময়মনসিংহ। 

তবে নবম উইকেটে ৭৫ রানের জুটিতে দলের রান ৩শ পার করেন শহিদুল ও আরিফ আহমেদ। শেষ পর্যন্ত ৩৩৬ রান করে ময়মনসিংহ। 

নয় নম্বরে নামা শহিদুল ৭৯ ও আরিফ ৩১ রান করেন। ঢাকার সালাউদ্দিন শাকিল ৪ উইকেট নেন। 

ময়মনসিংহের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে ১২.১ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৭ রান তুলে দিন শেষ করেছে ঢাকা। জয়রাজ শেখ ৫ ও অধিনায়ক রনি তাুলকদার ১১ রানে অপরাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে পরীক্ষার প্রজ্ঞাপন জারি
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৩৭ মামলা
ঢাকা-সিউল অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে সিইপিএ গুরুত্বপূর্ণ : রাষ্ট্রদূত
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে জরিমানা ৫ লাখ; পলিথিন জব্দ ৩ হাজার কেজি
চবিতে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নে পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ম্যাচ অফিসিয়ালের তালিকায় জেসি
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে বিভিন্ন গ্রুপে বাংলাদেশের জয়
১০