
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুপার টাইফুন ফাং-ওয়ং আজ রোববার ফিলিপাইনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এর আগে এই ঝড়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষকে ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রায় পুরো ফিলিপাইন জুড়ে বিস্তৃত ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে লুজন দ্বীপের আওরোরা প্রদেশে আঘাত হেনেছে।
মাত্র কয়েকদিন আগেই আরেকটি টাইফুন দেশটিকে বিপর্যস্ত করেছিল।