
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল শনিবার ১ হাজার ৩৭ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ছয়টি বাস, একটি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ১২২ টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭ টি বাস, ১২ টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ১৯ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ১৪৬ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ছয়টি বাস, সাতটি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৬২ টি মোটরসাইকেলসহ মোট ১১৫ টি মামলা হয়েছে।
এছাড়াও ট্রাফিক-গুলশান বিভাগে ১১ টি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ৯১ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১০ টি বাস, ছয়টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৬৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে আটটি বাস, একটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৮৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭ টি বাস, পাঁচটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১২১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৭৭ টি গাড়ি ডাম্পিং ও ৯৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল শনিবার (৮ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
এতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।