বাংলাদেশ মালয়েশিয়ায় সেমিকন্ডাক্টর রোড শো আয়োজন করবে

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ২২:২৯

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) আগামী ১১-১৩ নভেম্বর মালয়েশিয়ায় তিন দিনব্যাপী ‘বিএসআইএ রোড শো ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এর থিম হলো : ইনট্রোডিউসিং বাংলাদেশ অ্যাজ সিলিকন রিভার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোড শোর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে মালয়েশিয়ার উন্নত সেমিকন্ডাক্টর শিল্প ও বৈশ্বিক প্রযুক্তি নেতাদের কাছে উপস্থাপন করা।

এই রোড শো বাংলাদেশের দক্ষতা, উদ্ভাবন ও প্রতিভাকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরবে।

জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম-২০২৫-এর সফলতার পরিপ্রেক্ষিতে এটি বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতে আন্তর্জাতিক উপস্থিতি শক্তিশালী করার জন্য প্রথম আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে আয়োজন করা হচ্ছে। 

মালয়েশিয়াকে প্রথম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। কারণ এটি এশিয়ার সবচেয়ে পরিপক্ক সেমিকন্ডাক্টর প্যাকেজিং ও টেস্টিং হাব হিসেবে পরিচিত, যেখানে এএসই, ইনফিনিওন, গেস সিলটেরা’র মতো বড় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে।

এতে বাংলাদেশ মালয়েশিয়ার সফল সেমিকন্ডাক্টর যাত্রা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি নিজস্ব ডিজাইন প্রতিভা, খরচে প্রতিযোগিতা ও উদ্ভাবনের সক্ষমতা উপস্থাপন করবে।

রোড শোতে অংশ নেওয়া বিএসআইএ প্রতিনিধি দলের মধ্যে রয়েছে- দেশের প্রধান সেমিকন্ডাক্টর ডিজাইন ও টেস্টিং কোম্পানি: উলাকসেমি ১ নিউরাল সেমিকন্ডাক্টার, প্রাইম সিলিকন, সিলিকনোভা লিমিটেড, আই-টেস্ট বাংলাদেশ ও ক্যাকটাস ম্যাটেরিয়ালস। এসব প্রতিষ্ঠান বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের সক্ষমতা ও উদ্ভাবনের বহুমাত্রিক ছবি তুলে ধরে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: ওয়াইবি এন জগদীপ সিং দেও, ডেপুটি চিফ মিনিস্টার ওও, পেনাং, মেলেশিয়া এবং মানজুরুল করিম খান, বাংলাদেশ হাইকমিশনার, মালয়েশিয়া।

এছাড়া এমআইডিএ, এমএসআইসি, ইনভেস্ট পেনাং, ডেলয়তে, ওয়াইবিএস, র‌্যাপিড ম্যানুফ্যাকচারিং, এমএমএস, ইমিউলাস করপোরেশন, টিএফ-এএমডি, ইনারি, ইনফিনেকস, স্কাইচিপ, ইউনিভার্সালিংক, অপস্টার, সিমিড, ইনোভিক্স, ইউএসএম (সিইডিইসি)’র উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রোড শোর প্রত্যাশিত ফলাফলের মধ্যে রয়েছে:  যৌথ ডিজাইন ও ওএসএটি প্রকল্পের জন্য ব্যবসা-ব্যবসা এবং ব্যবসা-সরকার অংশীদারিত্ব, বাংলাদেশ-মালয়েশিয়া সেমিকন্ডাক্টর কল্যাবোরেশন ট্র্যাক গঠন, প্রশিক্ষণ ও আইপি শেয়ারিং ফ্রেমওয়ার্কের সহ-উন্নয়ন, দ্বিপক্ষীয় এক্সেলেন্স সেন্টার ও ইন্ডাস্ট্রি ইমারশন প্রোগ্রামের রোডম্যাপ চালু করা।

পারডু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ মুস্তাফা হুসাইন বলেন, ‘বিএসআইএ রোড শো ২০২৫’ বাংলাদেশের প্রতিযোগিতামূলক সেমিকন্ডাক্টর দেশ হওয়ার যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং সিলিকন রিভার ভিশনের ধারাবাহিকতা।

 ক্রিডো সেমিকন্ডাক্টাররের এভিপি ড. শাতিল হক বলেন, ‘দৃষ্টি ও সুযোগ, প্রতিভা ও প্রযুক্তির সংযোগের মাধ্যমে এটি বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা চিহ্নিত করে সিলিকন রিভার উত্থান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০