
ময়মনসিংহ, ৯ নভেম্বর, ২০২৫(বাসস): ময়মনসিংহের গৌরীপুরে শৃঙ্খলাভঙ্গ ও সহিংসতা সৃষ্টির দায়ে উপজেলা ও পৌর বিএনপির পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ।
এদিকে একই দিন সন্ধ্যায় গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের দলীয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। সমাবেশ শেষে বাড়ি ফেরার সময় মনোনয়নবঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা ইকবালপন্থীদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদ (৩০) প্রতিপক্ষের ধাওয়া খেয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাতেই গৌরীপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার ইকবালের সমর্থকরা অভিযোগ করে বলেন, হিরণপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আবিদকে হত্যা করেছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম তালুকদার, উত্তর জেলা যুবদলের সভাপতি মো. শামছুল হক, যুবদল নেতা মো. মাহফুজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ ও যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান কবীর হীরা।
অপরদিকে মনোনয়নকে কেন্দ্র করে গৌরীপুর শহরের পাটবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সমাবেশের মঞ্চ, একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও প্রায় ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, ‘বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, সংঘর্ষের সময় আবিদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’