জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামি

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাপানে আজ স্থানীয় সময় সন্ধ্যায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির ছোট ছোট ঢেউ আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রথম সুনামির ঢেউ বিকেল ৫টা ৩৭ মিনিটে ইওয়াতে জেলার মিয়াকো শহরে আঘাত হানে, তবে এটি এতটাই ক্ষুদ্র ছিল যে তার উচ্চতা পরিমাপ করা সম্ভব হয়নি। 

কিন্তু দুই মিনিট পরেই ১০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ অফুনাতোতে পৌঁছায়। এর আগে বিকেল ৫টা ৩ মিনিটে ইওয়াতে উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে এক মিটার (তিন ফুট) পর্যন্ত উচ্চতার সম্ভাব্য সুনামি সতর্কতা জারি করে জেএমএ। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮। 
জেএমএ এক বুলেটিনে জানিয়েছে, ‘ইওয়াতে উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে’, এবং সতর্ক করে বলা হয়েছে, যে কোনো সময় ঢেউ আঘাত হানতে পারে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ ৫ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়েছে। জাপানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, সমুদ্র শান্ত রয়েছে।

এর আগে আজ সকালে একই অঞ্চলে ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ মাত্রার ছয়টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে পরীক্ষার প্রজ্ঞাপন জারি
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ
দুদকের তিনটি অভিযান: বিদ্যুৎ, জলবায়ু তহবিল ও স্বাস্থ্যসেবায় অনিয়ম 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৩৭ মামলা
ঢাকা-সিউল অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে সিইপিএ গুরুত্বপূর্ণ : রাষ্ট্রদূত
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে জরিমানা ৫ লাখ; পলিথিন জব্দ ৩ হাজার কেজি
চবিতে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নে পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ম্যাচ অফিসিয়ালের তালিকায় জেসি
১০