বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে শোভাযাত্রা

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৯:২৪
ছবি : বাসস

মাদারীপুর, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে শিবচর উপজেলার একাত্তর চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এর আগে বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একাত্তর চত্বরে জড়ো হন। ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন।

সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিবসই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের দিন। তারা মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর প্রতি সমর্থন জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে পরীক্ষার প্রজ্ঞাপন জারি
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৩৭ মামলা
ঢাকা-সিউল অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে সিইপিএ গুরুত্বপূর্ণ : রাষ্ট্রদূত
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে জরিমানা ৫ লাখ; পলিথিন জব্দ ৩ হাজার কেজি
চবিতে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নে পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ম্যাচ অফিসিয়ালের তালিকায় জেসি
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে বিভিন্ন গ্রুপে বাংলাদেশের জয়
১০