দক্ষ জনবল গঠনে জেট্রোর সহযোগিতা চায় বিসিআই

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৫১
আজ রাজধানীর বিসিআই কার্যালয়ে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সঙ্গে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে দক্ষ জনবল গঠনে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সহযোগিতা কামনা করেছে।

আজ রাজধানীর বিসিআই কার্যালয়ে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সঙ্গে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জেট্রোর সিনিয়র ডিরেক্টর শরিফুল আলম, বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, নাজমুল আনোয়ার, সদস্য জিয়াউদ্দিন এবং বিসিআই এর মহাসচিব ড. মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্পখাত একটি অপার সম্ভাবনাময় ক্ষেত্র হলেও দক্ষ জনবলের অভাব বড় বাধা। বিসিআই মনে করে অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই। মাইক্রো ও ক্ষুদ্র শিল্প, অটোমোবাইল, এগ্রোমেশিনারি, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পখাত, কৃষি প্রক্রিয়াজাত শিল্পসহ অন্যান্য সম্ভাবনাময় শিল্প খাতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিসিআই দেশের দক্ষ জনবলের অভাব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

তিনি আরও বলেন, আমরা জাপানের মতো কারিগরি জ্ঞানে সমৃদ্ধ দেশ থেকে প্রশিক্ষক এনে দেশে ‘ট্রেনার অব ট্রেনার (টিওটি)’ তৈরি করতে চাই, যারা পরবর্তীতে সারা দেশে দক্ষ কর্মী ও ব্যবস্থাপক গড়ে তুলবে।

বিসিআই সভাপতি দেশে দক্ষ প্রশিক্ষক তৈরি, কোর্স কারিকুলাম ও প্রশিক্ষণ ম্যানুয়াল, আধুনিক প্রযুক্তির ব্যবহারের সক্ষমতা, এসএমই খাতে বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পখাত ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাতে দক্ষ শ্রমশক্তি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য জেট্রোর সহযোগিতা কামনা করেন।

এসময় জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা বলেন, জেট্রো বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও উদ্যোক্তাদের সহায়তায় কাজ করছে। এজন্য বিসিআই ও জেট্রোর মধ্যে যৌথভাবে কাজ করার অনেক সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, জাপানি শিল্পোদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে বিসিআইয়ের আলোচনার সুযোগ তৈরি করা হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই সংস্থা যোগাযোগ অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে পরীক্ষার প্রজ্ঞাপন জারি
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ
দুদকের তিনটি অভিযান: বিদ্যুৎ, জলবায়ু তহবিল ও স্বাস্থ্যসেবায় অনিয়ম 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৩৭ মামলা
ঢাকা-সিউল অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে সিইপিএ গুরুত্বপূর্ণ : রাষ্ট্রদূত
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে জরিমানা ৫ লাখ; পলিথিন জব্দ ৩ হাজার কেজি
চবিতে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নে পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ম্যাচ অফিসিয়ালের তালিকায় জেসি
১০