ভেনিজুয়েলার উপকূল থেকে জব্দ ট্যাংকারটিকে বন্দরে আনছে যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ভেনিজুয়েলার উপকূল থেকে আমেরিকান বাহিনী কর্তৃক আটক দেশটির একটি তেলবাহী ট্যাংকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দরে আনা হবে বলে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে। 

দুই দেশের মধ্যে প্রকাশ্য সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, ‘একটি নাটকীয় অভিযানে ওয়াশিংটন ট্যাংকারটির নিয়ন্ত্রণ নেয়। এই অভিযানে মার্কিন বাহিনী হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে জাহাজে নামে আসে। অভিযানটি ভেনিজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর শাসনব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক মাস ধরে ভেনিজুয়েলার ওপর চাপ বাড়িয়ে আসছে। অঞ্চলটিতে ব্যাপক নৌবাহিনী মোতায়েন করেছে ও কথিত মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে। নৌযানগুলোতে এই মার্কিন হামলায় এখন পর্যন্ত প্রায় ৯০ জন নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন তার মিত্র মাদুরোর সঙ্গে ফোনে কথা বলার সময় সমর্থন প্রকাশ করেছেন। 

তবে এখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এক ভয়াবহ যুদ্ধ চলছে। সেজন্য, দেশটির সাহায্য প্রদানের ক্ষমতা সীমিত।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ট্যাঙ্কারটির বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমেরিকান বাহিনী কর্তৃক আটক ‘জাহাজটি মার্কিন বন্দরে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজের তেল বাজেয়াপ্ত করার ইচ্ছা রাখে পোষণ করছে।’

তিনি আরও বলেন, আমরা নিষিদ্ধ জাহাজগুলোকে অবাধে সমুদ্রে চলতে দেব না, যার কালোবাজারি তেলের অর্থ সারা বিশ্বের সন্ত্রাসবাদী ও অবৈধ শাসনব্যবস্থাকে সহায়তা করে।

ক্যারোলিন বলেন, আমরা কালোবাজারি তেল নিয়ে সমুদ্রে নিষিদ্ধ জাহাজ চলতে দেব না। কারণ এই আয় বিশ্বজুড়ে দুর্বৃত্ত ও অবৈধ শাসকদের মাদক ও সন্ত্রাসবাদকে ইন্ধন দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চার্লি কার্ক হত্যার সন্দেহভাজন রবিনসন মার্কিন আদালতে হাজির
তফসিল ঘোষণায় নড়াইলে উচ্ছ্বাস, ভোটের জন্য অধীর অপেক্ষা
চাঁদপুরে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত, আহত ২
কেটে গেল শঙ্কা, ভোটের অপেক্ষায় নোয়াখালীবাসী
কিয়েভ ও মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় ‘হতাশ’ ট্রাম্প
নির্বাচনে ৩টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না: ইসি
তফসিল ঘোষণায় নাটোরজুড়ে আনন্দ আর উচ্ছ্বাস
সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ
রাঙ্গামাটির রাজবন বিহারে সর্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত
মাগুরায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়
১০