মাগুরায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২২

মাগুরা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মাগুরা সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

গতকাল বৃহস্পতিবার এ অভিযানে শব্দদূষণকারী ৭টি মোটরযানকে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একইসঙ্গে ব্যবহৃত ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাফাত আল মেহেদী এবং মো. সিরাজুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব।

শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন, শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। তাই আইন অনুযায়ী হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ। নিয়মিত নজরদারি বাড়ানো এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ করা হচ্ছে যেন পরিবেশ সুরক্ষিত থাকে। পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

অভিযানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে
বগুড়ায় আদালত চত্বর থেকে পালানো আসামি শাহীন গ্রেপ্তার
পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচনের পথ সুগম
রাজশাহীতে নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন
নাটোরে সুষ্ঠু নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক
চার্লি কার্ক হত্যার সন্দেহভাজন রবিনসন মার্কিন আদালতে হাজির
তফসিল ঘোষণায় নড়াইলে উচ্ছ্বাস, ভোটের জন্য অধীর অপেক্ষা
চাঁদপুরে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত, আহত ২
কেটে গেল শঙ্কা, ভোটের অপেক্ষায় নোয়াখালীবাসী
১০