সাতক্ষীরায় নদীনির্ভর জীবনযাত্রা মেলা যেন এক জীবন্ত পাঠশালা

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:১৭
ছবি : বাসস

সাতক্ষীরা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী নদীনির্ভর জীবনযাত্রা মেলা। মেলায় শামুক-ঝিনুকের প্রদর্শনী ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। 

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে অনুষ্ঠিত মেলায় উপকূলীয় সংস্কৃতি, জীবিকা ও প্রকৃতির সমন্বিত রূপ ফুটে ওঠে। ছিল খোলপেটুয়া ও কপোতাক্ষের নদীর চরে জন্মানো লবণসহনশীল উদ্ভিদ বাইন, কাঁকড়া, গেওয়া, গড়ান, খলিসা, গোলপাতা ও ধানিগাছের প্রদর্শনী। 

এছাড়া মাছ ধরার ঐতিহ্যবাহী উপকরণ জাল, খারা, বালতি, হাড়ি-থালা, ঝিনুকসহ নানা সামগ্রীর প্রদর্শনীতে ফুটে ওঠে নদীনির্ভর জীবিকার নানা অনুষঙ্গ।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক), গ্রীন কোয়ালিশন, কামালকাটি একতা যুব সংঘ, কদবেল নারী উন্নয়ন সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠী এ মেলার আয়োজন করে। 

মেলার প্রবেশমুখেই দর্শনার্থীদের স্বাগত জানায় খোলপেটুয়া ও কপোতাক্ষের মাটি, বালি, কাদা ও লোনা জলে ভরা প্রতীকী পাত্র।

স্থানীয় প্রবীণদের মতে, নদীর মাটি শুধু চাষাবাদ নয়, ঘরবাড়ি নির্মাণ, বাঁধ মেরামত ও উপকূলীয় সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রবীণ জেলেরা জানান, নাব্যতা সংকট ও লবণাক্ততা বৃদ্ধির কারণে মাছের পরিমাণ কমে গেলেও নদীই তাঁদের জীবন-জীবিকার প্রধান ভরসা।

পদ্মপুকুর ইউনিয়ন গ্রীন কোয়ালিশনের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আশরাফ হোসেন মেলায় সভাপতিত্ব করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য সুক্রী রাণী, গ্রীন কোয়ালিশনের সদস্য বিকাশ কুমার মণ্ডল, বারসিক এর কর্মসূচি কর্মকর্তা মফিজুর রহমান, সহযোগী কর্মসূচি কর্মকর্তা মনিকা পাইক, ক্যাম্পেইন এন্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স ম ওসমান গনী প্রমুখ।

কামালকাটি একতা যুব সংঘের স্বেচ্ছাসেবক গৌরাঙ্গ মণ্ডল বলেন, চরের গাছপালা শুধু প্রকৃতির অংশ নয়, এগুলো উপকূলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। তিনি আরও বলেন, নদী দূষণ, নাব্যতা সংকট ও জলবায়ু পরিবর্তনের চাপে উপকূল আজ সংকটাপন্ন। নদী রক্ষা করা মানে আমাদের জীবনকে রক্ষা করা।

নওয়াঁবেকী ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অনন্যা মণ্ডল বলেন, নদীর চর, গাছপালা আর মাছ ধরার সরঞ্জাম দেখে খুব ভালো লেগেছে। বইয়ের বাইরে হাতে-কলমে শেখার সুযোগ এটি। এখন থেকে নদী রক্ষার সামাজিক উদ্যোগে অংশ নেব।

স্থানীয় গ্রামবাসীরা বলেন, কামালকাটি গ্রামের এ আয়োজন শুধু প্রদর্শনী নয়, উপকূলের বাস্তব জীবনচিত্রের এক জীবন্ত পাঠশালা। নদী কীভাবে মানুষের জীবনকে ধারণ করে এবং মানুষ কীভাবে নদীর ওপর নির্ভর করে তারই জীবন্ত নিদর্শন এই নদীনির্ভর জীবনযাত্রা মেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে
বগুড়ায় আদালত চত্বর থেকে পালানো আসামি শাহীন গ্রেপ্তার
পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচনের পথ সুগম
রাজশাহীতে নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন
নাটোরে সুষ্ঠু নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক
চার্লি কার্ক হত্যার সন্দেহভাজন রবিনসন মার্কিন আদালতে হাজির
তফসিল ঘোষণায় নড়াইলে উচ্ছ্বাস, ভোটের জন্য অধীর অপেক্ষা
চাঁদপুরে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত, আহত ২
কেটে গেল শঙ্কা, ভোটের অপেক্ষায় নোয়াখালীবাসী
১০