খুলনায় হিন্দু ব্যক্তি হত্যার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার প্রেস উইং খুলনার তেতুলতলায় এক হিন্দু ব্যক্তিকে হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর বলে জানিয়েছে।

প্রেস উইং গতকাল এর ভেরিফাইড ফেসবুক পেজ- সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার রাতে খুলনার তেতুলতলায় এক হিন্দু যুবকের হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।’

পুলিশ নিশ্চিত করেছে যে, শুক্রবার খুলনায় অর্ণব কুমার সরকারকে হত্যা করা হয়েছে। তবে, হত্যাকাণ্ডটি তার ধর্মের সঙ্গে সম্পর্কিত ছিল না। স্থানীয়রা এটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবেও রিপোর্ট করেনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, স্থানীয় মাদক পাচারকারীরা অর্ণবকে হত্যা করেছে। তাকে তার ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা করা হয়নি। যে এলাকায় তাকে হত্যা করা হয়েছে, সেখানে কোনও সাম্প্রদায়িক উত্তেজনাও ছিল না।’

তিনি বলেন, হত্যাকাণ্ডে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য সন্দেহভাজনকে ধরতে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০