চট্টগ্রাম, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরে আত্মগোপনে থাকা ফেনী পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিয়ান মামুন চৌধুরীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা যুবলীগের ‘সক্রিয় কর্মী’ সাইমন চৌধুরীকেও (২৩) পুলিশ গ্রেফতার করে। তারা দুজনেই মামলার আসামি।
আজ রোববার সন্ধ্যায় কোতোয়ালি থানার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নাহিয়ানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় গত বছরের ২৩ আগস্ট করা একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ফেনীতে পাঁচটি হত্যা, একটি অস্ত্রসহ মোট ১০টি মামলা আছে।
অন্যদিকে, সাইমনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে ৮ এপ্রিল মামলা দায়ের করেছিল পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।