
ঢাকা, ৪ নভেম্বর ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হওয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক (অর্থ) সৈয়দ শরীফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ মঙ্গলবার তাকে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তোলা হলে বিচারক সাব্বির ফয়েজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, আসামি সৈয়দ শরীফুল ইসলাম মাঠপর্যায়ের কৃষি অফিস ও আঞ্চলিক কার্যালয় থেকে কোনো চাহিদাপত্র ছাড়াই ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থবছরে প্রায় ৫ কোটি ৩২ লাখ ৭ হাজার ৮৫ টাকা বিশেষ বরাদ্দ প্রদানের মাধ্যমে জালিয়াতি ও আত্মসাৎ করেন।
অভিযোগে বলা হয়েছে, আসামি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিনষ্ট করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করা প্রতিবেদনে বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেলহেফাজতে প্রেরণ করার অনুরোধ জানানো হয়েছে।
দুদক জানায়, আজ সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪২০/৪৬৫/৪৬৬/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।