সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২৩:০৪

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : মাদারীপুর, গোপালগঞ্জ, ঢাকা ও বগুড়ায় সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) একাধিক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

মাদারীপুর জেলার রাজৈর ও সদর উপজেলায় বন্যা আশ্রয়ণ প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে টিম সংশ্লিষ্ট দুই প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। রাজৈর উপজেলার মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ কাজে অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলে। সংগৃহীত তথ্য ও উপাত্ত পর্যালোচনার পর কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করে।

পরিদর্শনে স্টোর রেজিস্টার আপডেট না থাকা, হিসাবপত্রে গরমিল, অস্বাস্থ্যকর বাথরুম এবং চিকিৎসকদের দায়িত্বে অনুপস্থিতি লক্ষ্য করা হয়। টিম প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে এবং তদন্ত শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে তহবিলের অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক, প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম দায়িত্বরত কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ করে এবং প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত নথিপত্র পর্যালোচনা সাপেক্ষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

বগুড়া জেলার ধুনট উপজেলায় ভুয়া প্রকল্প দেখিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব তহবিল থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক, বগুড়া জেলা কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম উপজেলা প্রকৌশলী অফিস ও উপজেলা নির্বাহী অফিস থেকে প্রকল্পসংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে এবং দৈবচয়নে কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে। সংগৃহীত তথ্য পর্যালোচনার পর কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

দুদক সূত্রে জানা যায়, এসব অভিযানের উদ্দেশ্য হলো সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা এবং জনস্বার্থে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০