শিরোনাম
মাদারীপুর, ৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলা সদরে আজ কুমার নদে গোসল করতে নেমে আপন ভাইবোন দুই শিশু নিখোঁজ হয়েছে।
আজ বুধবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ শিশুরা হলো- জেলার সদর উপজেলার তরমুগরিয়া এলাকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা দু’জন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় তিন মেয়ে ও এক ছেলে নিয়ে বাসা ভাড়া করে থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। বুধবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে এসে পাশের কুমার নদে গোসল করতে গিয়েছিল কুলসুম আক্তার ও তার ছোটভাই মিনহাজ। দুপুর একটার দিকে গোসল করতে নেমে তারা দু’জন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
মাদারীপুরে ফায়ার সার্ভিস- এর লিডার লিয়াকত হোসেন জানান, আপন ভাইবোন দুই শিশুর নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সংবাদ পেয়ে ডুবুরি দল উদ্ধারে কাজ করছেন। বিকেল ৫টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।