ঢাবি বাস্কেটবল দলকে দশ লাখ টাকার আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়েছে সিটিজেনস ব্যাংক

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০১

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস):  আগামী ১০ ফেব্রুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া চার দিনব্যাপী ‘ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে’ অংশ নিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দলকে ১০ লাখ টাকার আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়েছে সিটিজেনস ব্যাংক।

সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে দশ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

অধ্যাপক নিয়াজ আহমেদ এ ধরনের সহযোগিতার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা সিটিজেনস ব্যাংকের উদ্যোগে সত্যিই সন্তুষ্ট। আর্থিক সীমাবদ্ধতার কারণে আমরা দলকে পর্যাপ্ত সহায়তা দিতে পারিনি। আমাদের মতো প্রতিষ্ঠানগুলো শুধু মাত্র সরকারি তহবিলের ওপর নির্ভর করতে পারে না- সমাজের সমর্থন নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঢাবির প্রাক্তন ছাত্ররা সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং তাদের মধ্যে অনেকেই সিটিজেনস ব্যাংকের অংশ। আমরা আশা করি, শুধু সিটিজেনস ব্যাংকই নয়, অন্যান্য সংস্থাও এগিয়ে আসবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য। এটি শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, আস্থা প্রতিষ্ঠার প্রতীক।

এমন প্রয়াস চলমান থাকবে উল্লেখ করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম বলেন, ‘আমরা নতুন ব্যাংক তারপরও নানা সীমাবদ্ধতা মধ্যেও আমাদের ক্ষুদ্র প্রয়াসে ক্রীড়াঙ্গণে ভূমিকা রাখা চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের এমন সুযোগ দেওয়ায় আমরা গর্বিত। আমরা আশা রাখি, এই টিম ভালো করবে এবং আগামীতে আমরা ক্ষুদ্র প্রয়াসে এমন কর্মকাণ্ডে কনট্রিবিউট করার প্রয়াস অব্যাহত রাখব।’

এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. ওয়াহিদ ইমাম, বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, বাস্কেটবল দলের অধিনায়ক বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী রাফিউল হক রাফিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০