বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১

ঘুমধুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

প্রতীকী ছবি

বান্দরবান, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রায়হান (১৮) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন। 

তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের বার্ষিক সভার জন্য বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। বৃহস্পতিবার তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের উঠানে এই দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদের বার্ষিক সভার মাইক টাঙানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কুতুপালং এম এস এফ হসপিটালে নেয়া হলে রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত যুবক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা খুলু মিয়ার ছেলে। 

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাসহারুল হক বলেন, ঘটনার বিষয়ে কারো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।