প্রতিবন্ধীদের প্রতি সমাজের বিত্তশালীদের নিঃস্বার্থ সহযোগিতার আহ্বান পার্বত্য উপদেষ্টার

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ফাইল ছবি

খাগড়াছড়ি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সমাজের বিত্তশালীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ থেকে অবহেলিত প্রতিবন্ধীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, এ দেশের প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

আজ মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ৫০টি হুইলচেয়ার ও প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। 

এ সময় প্রতিবন্ধী ক্ষুদে শিক্ষার্থীরা উপদেষ্টাকে নেচে ও মনোমুগ্ধকর গান পরিবেশনের মাধ্যমে বরণ করে নেয়। উপদেষ্টা নিজ উদ্যোগে এসব হাসিখুশি শিশুদের মাঝে মিষ্টি, চকলেট ও কেক বিতরণ করেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের আয় বৃদ্ধিতে সঞ্চিত সঞ্চয়পত্রের পরিমাণ বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন উপদেষ্টা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পরে খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদের নতুন চারতলা ভবন উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে একসঙ্গে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। 

উপদেষ্টা পরে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ ভবন পরিদর্শন করেন। 

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষাক্ষেত্রে কোয়ালিটি এডুকেশন, কৃষিক্ষেত্রে লাইভলিহুড ডেভেলপমেন্ট ও সুষ্ঠু-সুন্দর পরিবেশের উন্নয়ন ঘটানো।

এ সময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার সহধর্মিণী মিজ নন্দিতা খীসা, খাগড়াছড়ি  পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (উপদেষ্টার একান্ত সচিব) খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব শুভাশিস চাকমা, খাগড়ছড়ি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মাহবুব আলম, সদস্য এডভোকেট মঞ্জিলা সুলতানা ও খাগড়াছড়ি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মারজিয়া বেগম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০