
বাগেরহাট, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার চিতলমারীতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরেসপো)-২য় পর্যায়, বিআরডিবি চিতলমারী কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা বিআরডিবি হল রুমে ২য় দিনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলামের পরিচালনায় এ সময় প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়। তিনি চিংড়ির রেণু পোনা কোথায় পাওয়া যায়, রেণুপোনা হতে কত সময় লাগে, এক বিঘা জমিতে কতগুলো পোনা ছাড়তে হবে।গলদা ও বাগদা চিংড়ি চাষ পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। চিংড়ির প্রকারভেদ,চাহিদা ও লাভজনক। চিংড়ির রোগ নির্ণয় ও প্রতিকারে করণীয় বিষয় নিয়েও আলোচনা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার হুমায়ুন কবির প্রমুখ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে সুফল ভোগী সদস্যরা চিংড়ি চাষ করে আত্মকর্মসংস্থানে মাধ্যমে সফলতা অর্জন করবে। এবং চিংড়ি বিপনণের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে।
চিংড়ি চাষ প্রশিক্ষণে উপজেলার ৩০জন দরিদ্র নারী অংশ গ্রহণ করেন।