টাঙ্গাইলে মথবিজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৭:০৬
মথবিজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস

টাঙ্গাইল, ৫ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলায় মথবিজ ডাল বিক্রি ও রঙ মিশ্রণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের ছয়আনী বাজারে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে দেখা যায়, বাজারের কিছু ব্যবসায়ী মুগ ডালের নামে মথ ডাল বিক্রির পাশাপাশি ওই ডালে রং মিশিয়ে বাজারজাত করার প্রমাণ পাওয়ায় ‘মা লক্ষী এন্টারপ্রাইজ’ ও ‘অনিক এন্টারপ্রাইজ’ নামের দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, মুগ ডাল বলে মথ ডাল বিক্রি করা এবং তাতে রং মেশানো স্পষ্ট প্রতারণা। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মিয়া ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
রাজশাহীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মহানগর বিএনপির
ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার
মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণমিছিল 
ঢাবি ভাস্কর্য বিভাগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
১০