
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): গ্রাহকদের জন্য মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সেন্টার পরিদর্শনকালে তিনি বলেন, সত্যিকার অর্থে একটি কানেক্টেড ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে সাব-১ গিগাহার্টজ লো ব্যান্ড স্পেকট্রামের সর্বোত্তম বরাদ্দ প্রক্রিয়া ও সুষম বণ্টন অত্যন্ত জরুরি। এর মাধ্যমে দেশের নাগরিকেরা নির্ভরযোগ্য ও সাশ্রয়ী কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারবেন।
তিনি বলেন, গ্রামীণ এলাকায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের নেটওয়ার্ক কভারেজ বিস্তৃত করা, নেটওয়ার্ক জ্যাম কমানো এবং দেশের সকল টেলিকম অপারেটরের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এসব পদক্ষেপ দেশজুড়ে উচ্চমানের ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে সহায়ক হবে।
পরিদর্শনকালে বাংলালিংকের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলালিংক কীভাবে উন্নত সংযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে, তা তুলে ধরা হয়।
বাংলালিংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার, কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) শক্তিশালী করা, ইন্টারনেটের গতি বৃদ্ধি এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিতে চলমান বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সরকারের ডিজিটালাইজেশনের লক্ষ্য অর্জনে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে ডিজিটাল ও আর্থিক সেবা সম্প্রসারণে বাংলালিংকের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
ফয়েজ আহমদ তৈয়্যব বাংলালিংকের নেটওয়ার্ক কার্যকারিতা বৃদ্ধির উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি স্পেকট্রামের কার্যকারিতা বাড়ানো, সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখা এবং সকল গ্রাহকের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।